তাহমিনা বেগম-এর কবিতা তুমি আসবে বলে

Home Page » সাহিত্য » তাহমিনা বেগম-এর কবিতা তুমি আসবে বলে
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩


---
হৃদয়ের জমিনে বয়ে চলেছে
আকাশের মতো বিশাল উদারতা
সাগরের মতো অতল গভীরতা ।
উন্মুখ হয়ে আছি পথপানে চেয়ে
তুমি আসবে বলে ।
জীবনের শেষমুহূর্তটি পর্যন্ত অপেক্ষায়
শুধু প্রতীক্ষা ছাড়া আর তো নেই কিছু
দেবার মতো।
তাই তো কেবলই প্রতীক্ষা আর প্রতীক্ষায়
অবিরত ক্রম থেকে ক্রমে ক্ষয়ে ক্ষয়ে যায়
হৃদয়ের বাসনাগুলো ।
জানি না কতো মহাকালব্যাপ্ত এই প্রতীক্ষা!
আদৌ থামবে কিনা, মিটবে কিনা হৃদয়ের অশ্রুধারা
হয়তো কাল থেকে মহাকাল চলতে থাকবে
তবুও নিঃশেষ হবে কিনা হৃদয়ের ফল্গুধারা?

তাহমিনা বেগম

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩০ ● ৩১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ