ইমাম শিকদার -এর কবিতা রঙের এই দুনিয়া

Home Page » সাহিত্য » ইমাম শিকদার -এর কবিতা রঙের এই দুনিয়া
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩


রঙের এই দুনিয়া

রঙের এই দুনিয়ায়
করছ কতো রঙ্গ মেলা
এক সেকেন্ডের নাই ভরসা
ভাবরে মন নিরালা ।
দিন থাকতে চিন্তা কর
অন্ধকার ঐ কবরের
পাপের বোঝা ভারি হলে
হিসাব দিবে কিভাবে ?
নয়ছয় করে করছ কামাই
এতিমের হক ছাড় নাই
মসজিদ মাদ্রাসার সভাপতি
মৃত্যুর পরেও রক্ষা নাই ।
রঙের এই দুনিয়ায়
অর্থ সম্পদ ক্ষনস্হায়ী
দীর্ঘ মেয়াদি কবর হবে
পরিপূর্ণ আমল করি ।
জাঁকজমক এই দুনিয়ায়
কতো রঙের মানুষ’র ভাই
কে জিতিবে কে ঠকিবে
চলছে তো মসনদের লড়াই ।
ক’দিনের এই দুনিয়ায়
স্বার্থ ছাড়া বুঝিনা
নিজের স্বার্থ সিদ্ধিলাভে
আপন পরও চিনিনা ।

ইমাম শিকদার

বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৪ ● ৪০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ