এআই সার্চের পরিধি বাড়লো গুগলে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এআই সার্চের পরিধি বাড়লো গুগলে
সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩


 ফাইল ছবি

১২০টির বেশি দেশে জেনারেটিভ এআই সার্চের পরিধি বাড়িয়েছে গুগল। এটি এখন পর্যন্ত সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্সের (এসজিই) সবচেয়ে বড় আন্তর্জাতিক রোলআউট।

প্রথম পর্যায়ে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) চালু ছিল। এরপর ভারত ও জাপানে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। নতুন উদ্যোগের ফলে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশ এ সুবিধা ব্যবহার করতে পারবে। গুগলের ওয়েবসাইটে সব নতুন দেশ তালিকাভুক্ত করা হয়েছে।

ডেস্কটপে ক্রোম সার্চ ল্যাবসে প্রবেশ করলেই এসজিই ব্যবহার করা যাবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এটি অ্যান্ড্রয়েড এবং আইওএসের গুগল অ্যাপেও যুক্ত হবে। গুগল সম্প্রসারণে এসজিইতে চারটি নতুন ভাষা যুক্ত করেছে। সেগুলো হলো স্প্যানিশ, পর্তুগিজ, কোরিয়ান ও ইন্দোনেশিয়ান।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৬ ● ২৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ