নূরুল ইসলাম বিপিএম-এর কবিতা তুমি কুহেলিকা

Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম-এর কবিতা তুমি কুহেলিকা
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩


তুমি কুহেলিকা

তুমি অনন্যা অধরা
তুমি কুহেলিকা,
স্পর্শের বাইরে তুমি
তুমি কুঝ্বটিকা!
আকাশের চাঁদ তুমি
সুদূরের তারা,
সমুদ্রের জল তুমি
সীমাহীন ধারা!
ছুঁইতে চেয়ে তোমায়
আমি দিশাহীন,
কোন রঙে সাজো তুমি
এতযে রঙিন!
নারী তুমি মেঘ তুমি
প্রকৃতি সমান,
রূপে গন্ধে ভরপুর
সদা বহমান!
আমি দৃষ্টিতে যা দেখি
ততটুকু পাই,
তার চেয়েও গভীর
যার দেখা নাই!
মনের ঠিকানা খুঁজে-
কে পেয়েছে তারে,
তুমি এক প্রহেলিকা
জগৎ সংসারে!
ধরেছি হাত তোমার
হলোনাতো ছোঁয়া,
আকাশে কুসুম তুমি
স্বপ্নের হাওয়া! নূরুল ইসলাম বিপিএম

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫২ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ