নূরুল ইসলাম বিপিএম-এর কবিতা হিমেল হেমন্ত

Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম-এর কবিতা হিমেল হেমন্ত
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩


হিমেল হেমন্ত
হেমন্ত এসেছে দ্বারে হিমেল বাতাস,
শান্ত প্রকৃতির সাজে নীলিম আকাশ!
ঝরে গেছে কাশফুল শিউলি রঙন,
হিম হিম হাওয়াতে জাগে শিহরণ!
নদী নালা খাল বিল নরম কোমল,
খরস্রোত গেছে টুটে-সে ক্লান্ত-শীতল!
শরত মেঘের ভেলা ভেসে গেছে দূরে,
গ্রামে গ্রামে জাগরণ নবান্নের সুরে!
মেঠো পথগুলো জাগে এ হেমন্ত ডাকে,
স্বজনের আনাগোনা বাঁকে বাঁকে পথে।
গ্রামের বধুরা যাচ্ছে নাইওরে বাড়ি,
শ্বশুরের গ্রাম ছেড়ে মা-বাপের বাড়ি।
নব আনন্দে মেতেছে গ্রাম্য জনপদ,
রাতের উঠোনে মাখে জোছনার স্রোত।

নূরুল ইসলাম বিপিএম

বাংলাদেশ সময়: ১১:২২:১০ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ