উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৩ সচেতনতা সভা

Home Page » সারাদেশ » উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৩ সচেতনতা সভা
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩


 উত্তরা অফিসার্স ক্লাবে স্ট্রোক দিবস-২০২৩ সচেতনতা সভা

বঙ্গনিউজঃ ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬ ঘটিকায় উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৩ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পি কে এস এফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. নমিতা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান।

কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

মুখ্য আলোচক হিসেবে স্ট্রোক বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ শফিকুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাই-কেয়ার নিউরো স্পেশালাইজড র ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এন এ খান (ইমরান)।

সচেতনতা সভা শেষে একটি কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মনগ্য বাউল কাসেম ও তার দলের গান পরিবেশন শেষে সভার পরিসমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১০:৪৫:৫৮ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ