ইমাম শিকদার-এর কবিতা মেট্রোরেল

Home Page » সাহিত্য » ইমাম শিকদার-এর কবিতা মেট্রোরেল
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩


স্বপ্নের  মেট্রোরেল

কি সুন্দর মেট্রোরেল
উড়ছে হাওয়ায় গতিবেগ
তাক ধিনা ধিন ধিন,
নাই ধুলো, নাই দূষণ,নাই যানজট
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশী
আমরা বিস্ময়ে উল্লাস ।
রাগ-ঘুষা হানা হানি করে কি লাভ !
কর্মযজ্ঞে উন্মোচিত
মেট্রোরেলে বাংলাদেশ,
মেট্রোরেলে চড়ছে সবাই
এদেশেরই জনগণ,
কৃতজ্ঞতা স্বীকার করতে
করছি কেন কৃপণ ।
দিয়াবাড়ি, আগারগাও,প্রাণের মতিঝিল
সময় বাঁচল টাকা বাঁচল
আসতে প্রতিদিন,
কথায় নয় কাজে বিশ্বাস
প্রধানমন্ত্রীর ব্রিফিং ।
[ শব্দার্থ ঃ গতিবেগ = নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকেই তার গতিবেগ বলা হয়। ধিনা ধিন = নাচের আওয়াজ, বাজনার বোল,
কৃতজ্ঞতা = উপকারীর উপকার স্বীকার করা,
কৃপণ = কিপটে, কঞ্জুস।
দূষণ = (বিশেষ্য পদ) অপবিত্রকরন,দূষিত ।
যানজট = দীর্ঘ যাত্রাকাল, যানবাহনের দীর্ঘ সারি।
প্রত্যাশা = আকাঙ্খা, প্রত্যয়,ভরসা ।
প্রাপ্তি = পাওয়া,আয়, লাভ ।
বিস্ময় = আশ্চর্য, চমৎকৃত ভাব ।
উল্লাস = পরমানন্দ, আহ্লাদ ।
কর্মযজ্ঞ = কর্মযোগী,কর্মরত।
উম্মোচিত = মুক্তিদান,
ব্রিফিং = নির্দেশ, উপদেশ সম্বাদাদি। ]

ইমাম শিকদার

বাংলাদেশ সময়: ১৭:০৫:১০ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ