স্মৃতি রানী দে-এর কবিতা অতৃপ্ত আঁখি

Home Page » সাহিত্য » স্মৃতি রানী দে-এর কবিতা অতৃপ্ত আঁখি
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩


স্মৃতি রানী দে

আমার চাতক প্রহরতায় তোমার আগমন
যেন এক পশলা ঘন বরিষণ,
আমার তপ্ত মরুতে অতৃপ্ত কামনার অগ্নি
তেমার শীতল পরশে হবে নির্বাপন।
আমার উদাসী বাউল মন তোমার শূন্যতায়
সূরের মূর্ছনায় করে অবগাহন,
তন্দ্রাচ্ছন্ন নয়নে নিমগ্ন আমি
তোমায় খুঁজে বেড়াই সারাটাক্ষণ।
আমি তমসার তপোবনে জ্যোৎস্নায় হই স্নাত
তোমার স্নিগ্ধতা পাব বলে,
আমি শিউলি বকুল আঁচলে কুড়াই
তোমার কন্ঠে সুবাস ছড়াবো বলে।
আমি তারার পালঙ্কে ঝলমল করি
তুমি হেরিবে বলে,
আঁধারেতে আমি জেনাকি হয়ে জ্বলি
তোমার ছোঁয়া পাবার ছলে।
আমি বিরহ বসন্তে স্বপ্নের বাসর বুনি
তোমাতে একাত্ম হব বলে,
আমার শূন্য হৃদয় হবে পূর্ণ
যদি কভু তোমার দর্শন মেলে।

বাংলাদেশ সময়: ১১:১১:৪৭ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ