সাকিব শ্রীলংকায় গেলে পাথর ছুড়ে মারার হুমকি

Home Page » ক্রিকেট » সাকিব শ্রীলংকায় গেলে পাথর ছুড়ে মারার হুমকি
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩


ফাইল ছবিঃ সাকিব আল হাসান

বঙ্গনিউজঃ বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে মঙ্গলবার শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেন সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে হুমকির ঘটনাও ঘটলো সাকিবকে কেন্দ্র করে! ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ছোট ভাই ট্রেভিন ম্যাথুস ওই ঘটনায় প্রতিশোধের কথা বলেছেন । শ্রীলংকার ক্লাব পর্যায়ে খেলা ট্রেভিন বলেছেন, আমরা ভীষণ হতাশ হয়েছি। বাংলাদেশ অধিনায়কের মাঝে কোনও ধরনের স্পোর্টসম্যান স্পিরিট নেই। ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবিকতা তিনি প্রদর্শন করেননি। তার পর এভাবেই হুমকি দেন তিনি, সাকিবকে কখনো শ্রীলংকায় স্বাগত জানানো হবে না। সে যদি এখানে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা এলপিএল খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে। আইসিসির নিয়মে টাইম আউট থাকলেও এতদিন এর প্রয়োগ হয়নি। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথুস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন। ম্যাথুস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথুস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথুস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এ বিলম্ব। ম্যাথুস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ও শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’ ম্যাথুসকে টাইম আউট করায় সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে সাকিবের এমন আবেদনের বিরোধিতা করে লেখা হয়- ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

বাংলাদেশ সময়: ১০:১৬:০৪ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ