দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসিল ১৪ নভেম্বর

Home Page » সংবাদ শিরোনাম » দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসিল ১৪ নভেম্বর
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩


  নির্ধারিত সময়ের মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন

বঙ্গনিউজঃ   সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বুধবার (৮ নভেম্বর) জানিয়েছেন, আগামী সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি দিনক্ষণ নির্দিষ্ট করে না বললেও সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আগামী ১৪ নভেম্বর ঘোষণা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

জাতীয় সংসদ নির্বাচনের কাঙ্খিত তফসিল ঘোষণার শুধু অপেক্ষা এখন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর বারটায় রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। অন্যদিকে আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই তফসিলের আগে প্রধানমন্ত্রীর শেষ জনসভা। সিইসি ১৩ নভেম্বর রাতেই তফসিল ঘোষণা সংক্রান্ত ভাষণ রেকর্ড করার পর ১৪ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিস্তারিত তুলে ধরবেন সিইসি। জানুয়ারির প্রথম দিকে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে বুধবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে তফসিল ঘোষণা প্রসঙ্গে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব। ইসি সচিব জাহাংগীর আলম বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (আজ) এ সাক্ষাতের সূচি রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করবেন সিইসি। তিনি বলেন, রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। এরপরই আগামী সপ্তাহে কমিশন সভা করে নির্বাচনে চূড়ান্ত করবে ইসি। তবে তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

আগামী ১৪ নভেম্বর মধ্যে তফসিল ঘোষণা করা হবে কী না- এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, কমিশন যখন সিদ্ধান্ত নেবে, তখন তা গণমাধ্যমে জানানো হবে। ইসি সচিব বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ওই ভাষণ সম্প্রচার করবে। ওই ভাষণে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাবেন সিইসি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। একাদশ জাতীয় সংসদের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি শেষ হবে। এই হিসাবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের কথা। ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে যাচ্ছে কমিশন। যদিও নির্বাচনকালীন সরকার পদ্ধতি পরিবর্তনের দাবিতে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন আয়োজনের বিরোধিতা করে আসছে। তবে তাদের ওই দাবি আমলে নিচ্ছে না ইসি। সংবিধানিক বাধ্যবাধকতার কথা জানিয়ে নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণে অনড় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০:০২:০০ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ