প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ

Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩


 পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা

বঙ্গনিউজঃ   পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগে তার কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন।

প্রধানমন্ত্রী কস্তা ২০১৫ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তিনি সোশ্যালিস্ট পার্টির নেতা।প্রধানমন্ত্রী কস্তার পদত্যাগের কারণ হলো, তার কার্যালয়ের কর্মকর্তা ভিতর এসকারিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভিতর এসকারিয়াকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউটরের কার্যালয়ের তদন্তে দেখা গেছে, ভিতর এসকারিয়া এবং অন্যান্য সন্দেহভাজনরা লিথিয়াম অনুসন্ধানের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে প্রধানমন্ত্রী কস্তার নাম এবং কর্তৃত্বকে ব্যবহার করেছেন। বিনিময়ে তারা সুবিধা নিয়েছেন। প্রধানমন্ত্রী কস্তা বলেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই, কিন্তু তিনি তদন্তের স্বার্থে পদত্যাগ করছেন।

প্রধানমন্ত্রী কস্তার পদত্যাগ পর্তুগালিয় রাজনীতিতে এক ধাক্কা। তার সরকার করোনাভাইরাস মহামারির সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৫৪ ● ২২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ