গরুর মাংস: পুষ্টিগুণ কতোটা? কতোটুকু খাওয়া নিরাপদ?

Home Page » স্বাস্থ্য ও সেবা » গরুর মাংস: পুষ্টিগুণ কতোটা? কতোটুকু খাওয়া নিরাপদ?
রবিবার ● ৫ নভেম্বর ২০২৩


 গরুর মাংস

অনেকেরই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে,গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি খাওয়া এড়িয়ে চলেন।কিন্তু পুষ্টিবিদদের মতে, গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এই মাংস অনেক উপকারও করে থাকে। কারণ, গরুর মাংসে যতো পুষ্টিগুণ আছে সেগুলো অন্য কোন খাবার থেকে পাওয়া কঠিন।

এখন এই মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী, সেটা নির্ভর করবে আপনি সেটা কতোটা নিয়ম মেনে, কী পরিমাণে খাচ্ছেন।

তথ্য সুত্রঃ গবেষণা

বাংলাদেশ সময়: ১২:৫০:২৫ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ