শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১২৮ নিহত
Home Page » জাতীয় » নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১২৮ নিহতবঙ্গনিউজঃ ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে নেপালে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পে নেপালের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির পার্বত্য জেলা পশ্চিম রুকুমের জেলা প্রশাসক হরি প্রসাদ পন্ত ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, একক জেলা হিসেবে ভূমিকম্পে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে তার জেলায়।
তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, পশ্চিম রুকুমের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সরকারি বাহিনীর উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ জীবনহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১০:২২:০৫ ● ২০৬ বার পঠিত