মারুফ মোহাম্মদ এর কবিতা ‘উড়ে এসো আবাবিল’

Home Page » সাহিত্য » মারুফ মোহাম্মদ এর কবিতা ‘উড়ে এসো আবাবিল’
শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩


‘উড়ে এসো আবাবিল’

উড়ে এসো আবাবিল সেদিনের মতো
ক্ষতবিক্ষত মরুর নিপিড়ীত বক্ষে
যেখানে বোমার শব্দে চমকে ওঠে শিশু
ক্ষান্ত হয় স্তন্য পান হতভম্ব চোখে
হঠাৎ বৃদ্ধার হাতে খসে পড়ে চশমা
ঝাপসা চোখে নামে ‘নাকবা’র আধাঁর
লাশঠোকরানো কাক ওড়ে দিগবিদিক
ইতিউতি উড়ে গিয়ে, ফের বসে কাঁধে

উড়ে এসো আবাবিল সেদিনের মতো
দিশেহারা এই আঁধার উপত্যকায়
যেখানে অচেনা নেকড়ে গড়েছে আবাস
ঐ বিশ্বাসের মিম্বরে কেটেছে আঁচড়
ছিনিয়ে নিয়েছে বাড়ি ঘর ভিটে মাটি
স্কুলে যাওয়ার পথে পুরোনো খেজুর গাছ
ঈদগাহ মাঠের কোণে শতবর্ষী কুয়ো
জিঘাংসায় চেপে ধরেছে জীবনের টুটি

অগত্যা আবার উড়ে এসো আবাবিল
প্রতিবাদে প্রতিরোধে অনঙ্গ আকাশে
যেখানে পিতার কাঁধে ঐ পুত্রের লাশ
গলতে গলতে স্বাধীনতার গন্ধ ছড়ায়
পাথরের ঠোঁটে তুমি ছুঁড়ে মারো বোমা
ঐ অত্যাচারী নেকড়ের হিংস্র আস্তানায়

কবি মারুফ মোহাম্মদ

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৯ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ