সেই একুশে আগস্ট

Home Page » সাহিত্য » সেই একুশে আগস্ট
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩


সেই একুশে আগস্ট

সেই একুশে আগস্ট

 

আমি আগুন দেখেছি আমি পানি দেখেছি

দেখেছি আসি সেই কালো ধোঁয়া ।

একুশের সেই গ্রেনেড হামলায়

শিকার হই আমরা।

দেখেছি আহত মায়ের কান্না

বাতাস ছিলো ভারী

দেখেছি আমি বোনের আহাজারি।

দেখেছি আমি নীরব দেহ রক্তে মাখামাখি ।

শুনেছি আমি ভাইয়ের আর্তনাদ

বাতাস ছিল ভারী

ছিল মাতম ছিল আহজারি ।

উপুড় হয়ে রইলাম পড়ে

ঝাপসা চোখে দেখি একি কারবালা

একি কারবালা একি কারবালা ।

---

 কবি হেনা খান 

বাংলাদেশ সময়: ১৪:০৯:৩৩ ● ২২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ