রাজধানীতে বাসে আগুন অবরোধের শেষ দিনে

Home Page » প্রথমপাতা » রাজধানীতে বাসে আগুন অবরোধের শেষ দিনে
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩


রাজধানীতে বাসে আগুন অবরোধের শেষ দিনে

 বঙ্গনিউজঃ  বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। যদিও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারসহ সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএমসহ সরকার পদত্যাগের যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলো আলাদাভাবে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ৯:৫৯:১১ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ