কিশোরগঞ্জে দুই নেতার মৃত্যু বিএনপির ৮ ঘণ্টার হরতাল

Home Page » সারাদেশ » কিশোরগঞ্জে দুই নেতার মৃত্যু বিএনপির ৮ ঘণ্টার হরতাল
বুধবার ● ১ নভেম্বর ২০২৩


ফাইল ছবি

 বঙ্গনিউজঃ   সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে কিশোরগঞ্জ বিএনপি। জেলার কুলিয়াচরে কৃষক দল ও যুবদলের দুজন নিহতের প্রতিবাদে এই ৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

মঙ্গলবার জেলা কমিটির সহদপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার কুলিয়ারচরের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রেফায়েত উল্লাহ নিহত হন। আহত হন অনেকে। এ সংঘর্ষে কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফাসহ ১৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:২৭:৫৬ ● ২০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ