বঙ্গ-নিউজ: গত মঙ্গলবার ঢাকার সাভার থেকে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি। সারওয়ার্দীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারওয়ার্দীকে সাভারের মডেল টাউন থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চৌধুরী হাসান সারওয়ার্দীকে ছাড়া হবে না। তাকে খোঁজ করা হচ্ছে। তাকে ঠিকই ধরা হবে এবং জিজ্ঞেস করা হবে সে কেন এ রকম ফ্রড করল।
উল্লেখ্য যে, গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান সারওয়ার্দী। আরেফি নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।
সারওয়ার্দীর বিরুদ্ধে অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে মামলা হয়েছে। মিয়া আরেফি ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকেও এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় মিয়া আরেফি এখন কারাগারে আছেন।