ডাঃ খালেদ মাহমুদ- এর কবিতা “একাকীত্ব সব আপন ঠিকানায় ”

Home Page » সাহিত্য » ডাঃ খালেদ মাহমুদ- এর কবিতা “একাকীত্ব সব আপন ঠিকানায় ”
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩


একাকীত্ব সব আপন ঠিকানায়
পানির প্রবাহ, মাটির ঘ্রাণ
সূর্যের আলো
বাতাসের মায়াবী স্পর্শ
আঁধারের নীরবতা
পূর্ণিমার আলোর মিষ্টি গন্ধ
আপনজনের আবেশ
স্মৃতি করে
মৃত্যুর টর্নেডো
উড়িয়ে নেয় শরীর।
বর্ণাঢ্য জীবন
স্মৃতির সম্পত্তি হয়
বিদেহী আত্মার!
মায়াবী হরিণীর চোখ
প্রকৃতির প্রেম
বালুকাবেলার অসীম ভাবনা
সাগর সৈকতে দৃষ্টির মহা আয়োজন
স্মৃতি করে
উড়ে যায় কলব্
জীবন মঞ্চে যিনি রাজাধিরাজ!
যৌবনের উদ্দীপনা
বিশাল কর্মযজ্ঞ
ইবাদতের তাছবীহ্
বার্ধক্যের কম্পনহীন সুখ
সমাধীর উপরে
বৃক্ষের ছায়ার স্মৃতি হয়ে
উড়িয়ে দেয় কলব্।
একাকী সূর্যোদয় একাকী সূর্যাস্ত
একাকী জীবন একাকী প্রস্থান
একাকীত্ব সব আপন ঠিকানায়।

ডাঃ খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ১:২৭:১৭ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ