নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ মা হারালেন

Home Page » বিনোদন » নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ মা হারালেন
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩


মাবরুর রশিদ বান্নাহ
বঙ্গ-নিউজঃ    জনপ্রিয় নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র মা মারা গেছেন। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাবরুর রশিদ বান্নাহ নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যনসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

বান্নাহ সামাজিক মাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়ে জানিয়েছেন, তার মায়ের মরদেহ গ্রামের বাড়ি দাফন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এই নির্মাতা লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দেব।

২০১১ সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক পরিচালনায় নাটক বানান। তার তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ‘ফ্লাশব্যাক’। এই নাটকটির প্রযোজক ছিলেন তার বাবা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে এইভাবে একের পর এক তিনি অনেক জনপ্রিয় নাটক তৈরি করেছেন এবং করে যাচ্ছেন। তিনি মূলত রোমান্টিক নাটকের পরিচালক হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১২:৫৮:০৬ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ