রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ

Home Page » প্রথমপাতা » রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩


ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ   দেশজুড়ে রোববার বিএনপির ডাকা হরতালের সকালে রাজধানী ঢাকার কোথাও বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।

রোববার সকালে মিরপুর, শেওড়াপাড়া, রোকেয়া স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, মহাখালী, কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল, নয়াপল্টন ঘুরে বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি।

তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে সেখানে অবস্থান নিয়েছে। সংবাদকর্মীরা অপেক্ষমান রয়েছেন।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডাকে। পরে জামায়াত ও গণতন্ত্র মঞ্চও একই দিনে হরতালের কর্মসূচি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:০৬:৩১ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ