৪ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে

Home Page » প্রথমপাতা » ৪ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩


৪ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে
 বঙ্গ-নিউজঃ     ঘূর্ণিঝড় ‌‘হামুন’ প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‌‘হামুন’ এ পরিণত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১০:১৬:৫০ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ