ভারতের ভক্তরা ক্ষমা চাইলেন শোয়েব আলীর কাছে

Home Page » ক্রিকেট » ভারতের ভক্তরা ক্ষমা চাইলেন শোয়েব আলীর কাছে
সোমবার ● ২৩ অক্টোবর ২০২৩


ফাইল ছবি
 বঙ্গ-নিউজঃ  পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ওই ম্যাচ চলাকালীন হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে জনপ্রিয় শোয়েব আলী। তাকে ভারতের ভক্তরা হেয় করেছেন। তার কাছে থাকে খেলনা বাঘের লেজ ধরে টেনেছেন এবং শেষ পর্যন্ত বাঘটা টেনে ছিড়েছেন স্বাগতিক ভক্তরা।

ওই ঘটনায় শোয়েব আলী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ক্যাপশন দিয়ে ভিডিও শেয়ার করেন। সেখানে বিস্ময় প্রকাশ করেন শোয়েব। ভারতের ভক্তরা তার সঙ্গে এমন আচরণ করবেন তিনি কল্পনাও করেননি বলে উল্লেখ করেন।

এছাড়া স্ট্যাটাসে শোয়েব লেখেন, ‘ভারতের সমর্থকদের থেকে কখনই এমনটা আশা করিনি! ভারতের আইকোনিক ফ্যানরাও আমাদের দেশে আসেন। তারা জানেন, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি।’

শোয়েব আলীর সঙ্গে অনাকাঙ্খিত ওই ঘটনায় ভারতের একদল ভক্ত তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, শোয়েব আলীকে বার্তা পাঠিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন অনেকে। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২১ ● ১৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ