মধ্যনগরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

Home Page » সারাদেশ » মধ্যনগরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০২৩


ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ : সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ১৪৯ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারি কে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই মাদক কারবারি কে আটক করা হয়। ওই মাদক কারবারি আজিজুল ইসলাম (৩০) উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।

পরে আটকৃত মাদক কারবারি আজিজুলের নামে বাঙালভিটা ক্যাম্প কমাণ্ডার নায়েক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। পরে মধ্যনগর থানা পুলিশের মাধ্যমে ওই মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৮ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ