ইসরাইল-হামাস যুদ্ধ অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়াবে-গ্রীস

Home Page » প্রথমপাতা » ইসরাইল-হামাস যুদ্ধ অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়াবে-গ্রীস
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০২৩


ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ   ইসরাইলের গাজা অবরোধ এবং দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা বাড়ার সাথে সাথে গ্রিস অবৈধ অভিবাসী প্রত্যাশীদের নতুন প্রবাহের জন্য প্রস্তুত হচ্ছে। দেশটির শীর্ষ অভিবাসন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সর্বশেষ সহিংসতা অভিবাসী প্রত্যাশীদের সংখ্যা বাড়িয়ে তুলবে। যাদের অগ্রভাগে আছে ফিলিস্তিনিরা।

গ্রীসের অভিবাসন মন্ত্রী দিমিত্রিস কেরিদিস সতর্ক করে দিয়ে বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে শত্রুতা শুরু হওয়ার আগেই গ্রীস সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসী প্রত্যাশীদের প্রবাহের মুখোমুখি হয়েছে।

কেরিদিস বলেন, “উত্তর আফ্রিকা ও সিরিয়ার ফ্ল্যাশ পয়েন্টগুলো যেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীকে ইউরোপে ঠেলে দিচ্ছে।”

মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা গ্রীস এবং সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসনের চাপ বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে ইরান যদি এই সংকটে জড়িয়ে পড়ে এবং লেবানন, মিশর ও লিবিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে তা বড় আকার নিতে পারে বলে মনে করেন তিনি।

ইতালি এবং স্পেনের মতো গ্রীসও ক্রমবর্ধমান অভিবাসী প্রবাহের মুখোমুখি হয়েছে।

এ বছর এটি ইতিমধ্যে ২০২২ সালের ১৮,৭৮০টি অবৈধ এন্ট্রির রেকর্ড ভেঙ্গে দ্বিগুন পরিমাণ গণনা করেছে।

বাংলাদেশ সময়: ১১:১১:০৬ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ