ছাত্রকে ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Home Page » জাতীয় » ছাত্রকে ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩


হোমনা থানা,কুমিল্লা

বঙ্গ-নিউজ: দুষ্টামি করার অভিযোগে ছাত্রের শরীরে ইস্ত্রির ছেঁকা দিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক আতিকুল ইসলাম। তিনি কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়নের নয়াকান্দি মমতাজিয়া আছমতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

ছাত্রকে নির্যাতনের অভিযোগে ২৫ সেপ্টেম্বর, সোমবার রাতে শিক্ষক আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতনের শিকার ছাত্রের নাম মো. আবদুল কাইয়ুম (১৫)। তিনি চান্দের চর গ্রামের প্রবাসী আবদুল কাদিরের ছেলে এবং ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, ১৬ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার ভেতরে আবদুল কাইয়ুমকে গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দেন শিক্ষক আতিকুল ইসলাম। এতে তার শরীর ঝলসে যায়। ২৫ সেপ্টেম্বর কাইয়ুমের মা ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে ঘটনা প্রকাশ পায়।

পরে ছাত্রের মা হাফেজা বেগম পাঁচজনের বিরুদ্ধে হোমনা থানায় মামলা করেন। এ ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, হোমনা থানার ওসি জয়নাল আবেদীন মাদ্রাসায় গিয়ে ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করান।

বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।

বাংলাদেশ সময়: ২০:২৫:০৯ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ