আমি যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাব না-বিদায়ী প্রধান বিচারপতি

Home Page » জাতীয় » আমি যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাব না-বিদায়ী প্রধান বিচারপতি
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩


বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বঙ্গ-নিউজ: বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে আমরা বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনও যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাব না। গতকাল সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবস পালন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাসান ফয়েজ সিদ্দিকী।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একাত্তরে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, এখনও তারাই বিরোধিতা করছে। এ কারণে আমরা মার্কিন ভিসানীতি নিয়ে বিচলিত নই।

বিদায়ী প্রধান বিচারপতি বলেন, আমি দায়িত্ব পালনের সময় বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করেছি। কখনও নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি।

তিনি আরও বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি (ওবায়দুল হাসান) একজন দক্ষ ব্যক্তি। আশা করি, তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৮ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ