ঝিনাইদহে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ

Home Page » প্রথমপাতা » ঝিনাইদহে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩


উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ
  বঙ্গ-নিউজঃ       বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। গাড়িবহর  ও ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন সবাই।

ঝিনাইদহ ছাড়াও রোডমার্চে যোগ দিতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার বিএনপিত নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হাজির হচ্ছেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে শহরের মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস রোডমার্চ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

রোডমার্চের আয়োজক ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি,সংসদ বিলুপ্তিঅধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হচ্ছে। এই রোডমার্চের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। কারণ সামনে তাদের পতন অনিবার্য।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, এই রোড মার্চ ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা জেলার ভায়না মোড়, সীমাখালি, যশোর শহর, নওয়াপাড়ায় পথসভা শেষে খুলনার সমাবেশে মিলিত হবে।

বাংলাদেশ সময়: ১২:০৪:১১ ● ২২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ