মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পদক পেলেন অজয়-সাকী শিক্ষক দম্পতি

Home Page » শিক্ষাঙ্গন » মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পদক পেলেন অজয়-সাকী শিক্ষক দম্পতি
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩


---বঙ্গ-নিউজ :সুনামগঞ্জের মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেয়েছেন অজয় কুমার রায় ও সাকী রানী তালুকদার দম্পতি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরোমে

প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা  শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন

ধর্মপাশা  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস,উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর চন্দন কুমার বণিক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক এনামুল হক। আলোচনা সভা শেষে মধ্যনগর উপজেলার ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার রায়-কে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও  হরিপুর-নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকী রানী তালুকদার-কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেওয়া হয়। অজয় ও সাকী সম্পর্কে স্বামী স্ত্রী।

এছাড়াও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী আক্তার-কে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা,সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপু - কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ,ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়,বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি’র) সভাপতি ইয়াসমিন আক্তার-কে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৯:১৩:২৯ ● ৩৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ