সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর হামলা

Home Page » এক্সক্লুসিভ » সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর হামলা
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩


 ---

বঙ্গনিউজ ডেস্কঃ সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে ঢুকে নাট্যকর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। একাধিক সংস্কৃতি কর্মীর অভিযোগ, বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এবং সংস্কৃতি সংগঠকরা বলছেন, ‘কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের ক্বিন ব্রিজসংলগ্ন ভবনে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একাধিক সংস্কৃতিকর্মী।

অতর্কিত এ হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নাট্যকর্মীরা আহত হয়েছেন।

ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা দেখে দোষীদের শনাক্তে কাজ চলছে।

তিনি বলেন, সাংস্কৃতিকর্মীরা দাবি করেছেন বিএনপির লোকজন হামলা করেছে। আমরা সেটিও মাথায় নিয়ে কাজ করছি।

 ---

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নগরীতে প্রতিবাদ মিছিল করেছে সাংস্কৃতিক কর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৮ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ