শুক্রবার পর্যন্ত হতে পারে বৃষ্টি

Home Page » প্রথমপাতা » শুক্রবার পর্যন্ত হতে পারে বৃষ্টি
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩


ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ       আকাশ গোমড়া করে থাকা মেঘ মঙ্গলবার দুপুরের পর থেকে জানান দিচ্ছিল– যে কোনো সময় বৃষ্টি হয়ে ঝরতে পারে। দুপুর ২টা থেকে ঠিকই অঝোর ধারায় বৃষ্টি নামল। থেমে থেমে সেই বৃষ্টি চলে সন্ধ্যা পর্যন্ত। এতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছিল যানজটও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। তা ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, সাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে গতকাল। আজ সমতলে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর শক্তি কমে যেতে পারে। এর ফলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে এবং উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়; ৮৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, বাতাসে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসও বইছে। চলতি মাসের শেষদিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। মাসের শেষে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি মিলতে পারে।

বাংলাদেশ সময়: ১০:৪৯:১৬ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ