বঙ্গ-নিউজ: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন ব্যস্ততা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘ডব্লিউএইচও মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন, যেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টির বেশি ওষুধ পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। যার দরুন গড় আয়ু অনেক বেড়েছে।
মোমেন বলেন, তারা ডব্লিউএইচও মহাপরিচালককে বলেছেন যে বাংলাদেশ তার অভিজ্ঞতা এবং দক্ষতা অন্যান্য দেশের সঙ্গে শেয়ার করতে চায়।