প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তারই নির্বাচন করব: ফারুক হাসান তুহিন

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তারই নির্বাচন করব: ফারুক হাসান তুহিন
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩


---

মনির হুসাইন:আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আশুলিয়া থানা আ.লীগ সভাপতি ফারুক হাসান তুহিন।

রবিবার (১৭ই সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রধান ফটক থেকে মিছিল ও গণসংযোগ করে গোহাইল বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফারুক হাসান তুহিন সহ ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে। আমি তারই নির্বাচন করব। এবং শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখবো। এছাড়াও উন্নয়নমূলক কর্মকান্ডের আশ্বাস দিয়ে নানা প্রতিশ্রুতি মূলক বক্তব্য দেন তিনি।

প্রসঙ্গত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে দলীয় প্রতীকে রয়েছে একাধিক প্রার্থী। মাঠে নেই বিএনপি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৭ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ