বঙ্গ-নিউজঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন কাজের জন্য পেনশন স্কিম থেকে সরকার ঋণ নেবে। এর ফলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে।
রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম বিষয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পেনশন স্কিম থেকে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন কাজে বৈদেশিক ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। বিভিন্ন বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশে অনেক অর্থের প্রবাহ রয়েছে। অর্থের প্রবাহের কারণে দুর্নীতিও বাড়ছে। তবে এদিকে আমাদের আরও নজর দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশের উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অংকের টাকা লোপাট করে বিদেশে পাচার করছেন। একটি অংশ ঋণ দিয়ে ফেরত দিচ্ছে না