রোদের হাতে দিয়েছি চিঠি- তানজীনা ফেরদৌস কবিতা

Home Page » সাহিত্য » রোদের হাতে দিয়েছি চিঠি- তানজীনা ফেরদৌস কবিতা
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩


তানজীনা ফেরদৌস কবিতা নিজে
রোদের হাতে দিয়েছি চিঠি,
সূর্য বরাবর।
আকাশ কেও লিখেছি কত,
প্রযত্নে বর্ষার।
একবার ও কি মনে হয়নি?
একখানা পত্র লিখি।
রোদ কিংবা বর্ষার কাছে
প্রিয়জনকে পাঠায় চিঠি।
শুনেছি তুমি ভালোই থাকো
আকাশের বুকে।
চাঁদ সূর্য রোদ বর্ষা সবই নাকি
তোমার চারদিকে থাকে।
তুমি নাকি সেই তারা
দিন রাত্রি থাকো জেগে
আমি তোমার প্রেমে আত্মহারা।
তুমি আমার ভীষণ প্রিয়
চিঠি দিও ওগো ধ্রুবতারা।

বাংলাদেশ সময়: ১:৩১:৩৫ ● ৬৫৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ