জাতীয়করণের গান গেয়ে আবারো ভাইরাল হাওরকবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয়করণের গান গেয়ে আবারো ভাইরাল হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩


 

 

 

 

 ---

বঙ্গনিউজ ডেস্ক:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতী সন্তান, সময়ের অন্যতম হাওরবাদী লেখক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার নিজের লেখা ও সুর করা গান গেয়ে আবারো সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। গানটি মূলত বেসরকারি শিক্ষকদের ‘জাতীয়করণ’ বিষয়ক। গত কাল শুক্রবার বিকেল চারটায় সিলেট জেলা অডিটোরিয়ামে শুরু হওয়া বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় কবি জীবন কৃষ্ণ সরকার গানটি আয়োজকদের অনুরোধে নিজ কণ্ঠে পরিবেশন করেন। এসময় দর্শকরা গানের সুর, উপস্থাপন এবং কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দর্শকরা গান শেষে মুহুর্মুহু করতালিতে কবিকে অভিনন্দন জানান,  অনেককে কুলাকুলি, হ্যান্ডশেক করেও অভিনন্দন জানাতেও দেখা যায়। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক জনাব শেখ কাওছার আহমেদ সহ প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।গানের শেষে কেন্দ্রীয় সভাপতি জনাব বজলুর রহমান মিয়া কবিকে কাছে ডেকে নেন এবং বিটিএ দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা সাহেবকে ডেকে গানটির প্রশংসা করে এটিকে যন্ত্রসহ রেকর্ডিং এর কথা বলেন। এসময় তিনি গানটিকে বিটিএর অন্যতম থিমসং হিসেবে প্রচারের আশ্বাস দেন। জানা যায় গানটি ইতোমধ্যে ফেসবুকে হাজার হাজার দর্শকে দেখছেন এবং শেয়ার করছেন, কমেন্ট করছেন।উল্যেখ্য গানটি তিনি গতমাসে ঢাকা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কর্তৃক পরিচালিত টানা ২২ দিনের কর্মসূচীতেও  গেয়ে ভাইরাল হয়েছিলেন।

 

জানতে চাইলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন আমার নিজের লেখা গানটি বেশ দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আসলে বেসরকারি শিক্ষকদের পাহাড়সম বৈষম্য আমাকে বেশ ভাবায়, তাই শিক্ষকদের এই বৈষম্য নিরসনের নিমিত্তেই গানটি রচনা করেছিলাম। গানটি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিগণ শোনে বেসরকারি শিক্ষকদের কিঞ্চিৎ বৈষম্য নিরসন করলেও আমার গান লেখাটি সার্থক হয়েছে বলে মনে করবো।

 

 

বাংলাদেশ সময়: ২৩:২৫:২১ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ