ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো,নিহত ৮২০ জন!

Home Page » প্রথমপাতা » ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো,নিহত ৮২০ জন!
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩


ফাইল ছবি

 

বঙ্গ-নিউজঃ আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৮২০ জন নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিক ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাতে হানে। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর পুরাতন মারাকাশ শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বংসী এই ভূমিকম্পের পর এই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হয়।

ভূমিকম্পটি মরক্কোর ইতিহাসে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মারাত্মক এই ভূমিকম্পে আহতদের রক্তদানের জন্য শহরের সকল মানুষকে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্তদান কেন্দ্র।

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৮ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ