
বঙ্গ-নিউজঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।