অনলাইনে বিরোধী দলের অপপ্রচার প্রতিরোধ করুন: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » অনলাইনে বিরোধী দলের অপপ্রচার প্রতিরোধ করুন: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩


ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বসহ প্রায় ৪০ নেতা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হন, বিরোধী দলের অপপ্রচার প্রতিরোধ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন এই মাধ্যমকে ব্যবহার করে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।

শেখ হাসিনা বলেন, রাজপথে ব্যর্থ হয়ে বিরোধী দলগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তারা যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য বিরোধী দলের অপপ্রচার প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১:১৬:২৬ ● ২৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ