বঙ্গ-নিউজ:পরীক্ষামূলক ট্রেন চললো পদ্মা সেতু দিয়ে। পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে মাওয়া হয়ে দক্ষিণবঙ্গে প্রথমবারের মতো যাত্রা করলো ট্রেন। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছেড়ে যায়। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হচ্ছে।
পরীক্ষামূলক এই ট্রেনটি চালাচ্ছেন লোকোমাস্টার এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার এম এ হোসেন। ট্রেনে যাত্রী হিসেবে আছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অনেকে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেললাইন উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ জীবনযাত্রা সহজ হবে।