বঙ্গনিউজঃ আজ ৬ সেপ্টেম্বর, ২০২৩ , বুধবার, সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক ড. জেবউননেছা রচিত ‘বেদনাতুর ১৯৭৫ আগস্টের শহিদদের আলেখ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। মুখ্য আলোচক ছিলেন শিল্পী হাশেম খান, ইমিরিটাস অধ্যাপক এবং সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমিটি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে ১৯৭৫ আগস্টের শহিদদের আত্মজ বন্ধু বান্ধবী সন্তানদের অশ্রুসজলে বেদনার এক মহাকাব্যের স্মৃতিচারণ যেন সবাইকে নিঃশব্দে বাঙালি জাতির মর্মমূলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি পরম শ্রদ্ধা নিবেদনের এক মহান বোধ জাগ্রত করেছে। স্মৃতিচারণ করেন সুলতানা নাদিরা, এমপি (শহিদ আব্দুল নঈম খান রিন্টুর বড় বোন) , আফরোজা জামিল (শহিদ কর্নেল জামিল উদ্দিনের কন্যা) , বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ (বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল উদ্দিনের নাট্যবন্ধু) , মেজর জেনারেল (অব:) আলাউদ্দিন এম. এ ওয়াদুদ, বীর প্রতীক (বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল উদ্দিনের সহপাঠী) , অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া (শহিদ শেখ রাসেলের সহপাঠী), মুস্তাফিজুর রহমান (বীর মুক্তিযোদ্ধা শহীদ সিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ) , গোলাম আহমেদ মৃধা (শহিদ সুলতানা কামালের ছোট ভাই)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন হুরুন্নেসা মঞ্জু (বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের মেজো কন্যা), অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রাক্তন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মাহমুজা খানম , সাবেক ডাকসু ভিপি , ঢাকা বিশ্ববিদ্যালয় , শ্যামল দত্ত, সম্পাদক, ভোরের কাগজ ও সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এবং মোহাম্মদ আমিনুল ইসলাম , ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।