একটি রাউটারের ক্রয় মূল্য ১ লাখ টাকা!!

Home Page » জাতীয় » একটি রাউটারের ক্রয় মূল্য ১ লাখ টাকা!!
মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০২৩


 দুদকের চাঁদপুর কার্যালয়ের একটি দল ইন্সটিটিউট পরিদর্শন করছেন

বঙ্গ-নিউজ: সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকল দুদকের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল ইনস্টিটিউট পরিদর্শন করেন।

একটি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন সরঞ্জাম কেনার টেন্ডারে অংশগ্রহণকারী একাধিক ঠিকাদার।

ঠিকাদাররা অভিযোগ করেন, বাজারে একটি রাউটারের দাম ৫-৭ হাজার টাকার মধ্যে। অথচ প্রতিষ্ঠানটি রাউটারের ক্রয়মূল্য দেখিয়েছে ১৩৬৫০০ টাকা। এছাড়া ১২টি ডেস্কটপ কম্পিউটার কেনা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকায়, একটি প্রিন্টার কেনা হয়েছে ৬০ হাজার টাকায়, চারটি ডিজিটাল ওয়েটবোর্ড কেনা হয়েছে তিন লাখ ৮০ হাজার টাকায়, অপটিকাল ফাইবার কেনা হয়েছে তিন লাখ ২০ হাজার টাকায়।

সরঞ্জাম কেনায় এভাবে প্রতিটি জিনিসে ১০ থেকে ৯০ গুণ বেশি দাম দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ঠিকাদাররা।

দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে কিছু অভিযোগ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তদন্ত চলছে। পরে সাংবাদিকদের জানানো হবে।

ঠিকাদাররা আরও অভিযোগ করেন, এসব সরঞ্জাম কেনার ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে উচ্চ দরদাতাকে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৫ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ