মুম্বাইয়ের বাসা থেকে বিমানবালার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার একজন

Home Page » জাতীয় » মুম্বাইয়ের বাসা থেকে বিমানবালার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার একজন
মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০২৩


 সংগৃহীত ছবি-রুপাল ওগ্রে

বঙ্গ-নিউজ: ভারতের মুম্বাইয়ে একটি বাসা থেকে এক বিমানবালার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রুপাল ওগ্রে। গতকাল সন্ধ্যায় মুম্বাই শহরের আন্ধেরিতে একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ায় শিক্ষানবিশ এয়ার হোস্টেস হিসেবে কাজ করতেন রুপাল ওগ্রে।

খবরে আরও বলা হয়, সোমবার রুপাল ওগ্রেকে ফোন করে পাচ্ছিলেন না তার পরিবার। এ অবস্থায় তার বন্ধুদের খোঁজ নিতে বলেছিলেন তারা। বন্ধুরা রুপাল ওগ্রের বাসায় গিয়ে নক করলে কোনো সাড়া না পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসা থেকে রক্তাক্ত অবস্থায় রুপাল ওগ্রের মরদেহ উদ্ধার করে।

খবরে বলা হয়, এ ঘটনায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। ওই ব্যক্তির নাম বিক্রম অটওয়াল। তিনি ওই ভবনে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, বিক্রমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, রুপালকে হত্যার ঘটনার সঙ্গে বিক্রমের সম্পর্ক রয়েছে। হয়তো রুপালকে আক্রমণ করার সময় তিনি প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০:১০:৫৪ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ