নাইকো দুর্নীতি মামলা; দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধের আবেদন খালেদা জিয়ার

Home Page » জাতীয় » নাইকো দুর্নীতি মামলা; দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধের আবেদন খালেদা জিয়ার
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩


    বঙ্গ-নিউজঃ  নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়েছে। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে আজ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ আবেদন করা হয়।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ চুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটি বর্তমানে ঢাকার আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

এর আগে মামলাটি চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করা হলে ৩০ আগস্ট সরাসরি তা খারিজ করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩:০১:০১ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ