টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Home Page » খেলা » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩


সাকিব আল হাসান

 

বঙ্গ-নিউজ স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানদের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আজ হারলে এবারের এশিয়া কাপ শেষ হয়ে যাবে সাকিব আল হাসানদের। আবার জিতলেই যে সুপার ফোর নিশ্চিত- সেটিও নয়। নেট রান রেট বিবেচ্য হতে পারে। তাই আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ও চাই বাংলাদেশের। জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই সাকিবদের।

টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো করতে পারি নি। আজকে নতুন একটা দিন এবং ভালো উইকেট। আশা করি, বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে একাদশে তিন বদল আনার কথা জানিয়েছেন সাকিব। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারী। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫২ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ