মধ্যনগরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » মধ্যনগরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৩১ আগস্ট ২০২৩


মধ্যনগরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি, বঙ্গ-নিউজ:
সুনামগঞ্জের মধ্যনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মধ্যনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগ নেতা রাহাত আনোয়ার রয়েল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার খানম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল,জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জালাল মিয়া, মধ্যনগর উপজেলা কৃষক লীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াসিফ ইরতিজা আলভী,উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৌরভ মহানায়ক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৫৩ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ