বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস

Home Page » জাতীয় » বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস
বুধবার ● ৩০ আগস্ট ২০২৩


আবহাওয়া ভবন,আগােরগাঁও

বঙ্গ-নিউজ: আজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এক বিভাগসহ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

জানা গেছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে খুলনা বিভাগসহ ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারি জেলা ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৫ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ