বঙ্গ-নিউজ: তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ৩ বছরের যে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন। আজ রায় স্থগিতের আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।
তবে এই রায় কেন স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। আদালত বলেছে, এ ব্যাপারে আজই বিস্তারিত জানানো হবে।
গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক হুমায়ুন দিলাওয়ার। এর পরপরই পাকিস্তানের লাহোরে নিজ বাসভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পর থেকে কারাগারে আছেন ইমরান খান।
একই সঙ্গে ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
এরপর রায়ের বিরুদ্ধে আবেদন করেন ইমরান খান। সেই আবেদনের ওপর সোমবার শুনানি হয়। সেই শুনানির পর মঙ্গলবার এই আদেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুক এবং বিচারক তারিক মাহমুদের বেঞ্চ।
এর আগে গত বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায়, ইমরান খানকে যে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে, তাতে গুরুতর ত্রুটি ছিল।