আমরা স্বাধীন - মহীবুল আজিজ

Home Page » সাহিত্য » আমরা স্বাধীন - মহীবুল আজিজ
রবিবার ● ২৭ আগস্ট ২০২৩


দুই পা ছড়িয়ে বসো, ফের ঢেউ এসে সেই বালি ধুয়ে যাক
আমরা স্বাধীন, পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে এসে সাগরে পড়ি,
ঢেউয়ের ফেণা মাখি সারা গায়ে, তুমি হও ঠিক মৎস্যকন্যা।
ঢেউ ঢেকে দেয় হঠাৎ তোমাকে, আমি হারাবার ভয়ে মরি,
ফের উদ্ভাসিত হও, উজ্জ্বলন্ত তুমি, অবয়বে হাসির বন্যা।
ঐ দূরে দেখো সূর্য জেগে ওঠে, লোহিত কাঁকড়ারা বাড়ি ফেরে,
নির্জন সৈকতে আমরা উদ্দাম, জীবন-নামতা পাঠ করি।
ভিন্ন গোলার্ধের বাসিন্দা, একমন হলাম এ-কোন্ ভাগ্যের ফেরে!
প্রেমময় ছন্দে জীবন-আনন্দে স্বাতন্ত্র্যচিহ্নিত হর্ম্য গড়ি।
আকাশ ওপরে থাকুক, পায়েতে সাগরের বালি লেগে থাক,
দুই পা ছড়িয়ে বসো, ফের ঢেউ এসে সেই বালি ধুয়ে যাক।

অধ্যাপক ড. মহীবুল আজিজ

ড. মহীবুল আজিজ

অধ্যাপক, বাংলা বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১:৪৪:২৮ ● ৭৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ