ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকায় প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকায় প্রধানমন্ত্রী
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩


ফাইল ছবি

 বঙ্গ-নিউজঃ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী নিয়মিত ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সাউথ আফ্রিকার সমবায় ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক মন্ত্রী পার্ক টো এবং সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২:২৬:২৬ ● ২১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ